ধূপগুড়ি , ২৫ এপ্রিল : সিভিক ভলান্টিয়ারের লাঠির আঘাতে গুরুতর আহত লরি চালক । ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির চৌপথিতে । অন্যদিকে সিভিক পুলিশকে ধরার জন্য ধাওয়া করে ক্ষিপ্ত জনতা । স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন এক লরি চালক ট্রাফিক সিগন্যাল ভেঙ্গে ভুল করে জাতীয় সড়কে ঢুকে যায় । এরপর কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার তাকে লাঠি দিয়ে আঘাত করার সময় চালক হঠাৎই জানালায় হাত বের করলে চালকের হাতে লাগে বলে অভিযোগ।
এর ফলে তার হাত ভেঙে যায় বলে দাবি। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অন্যদিকে ঘটনার পর ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয়রা। তারা জাতীয় সড়ক পথ অবরোধ করে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি থানার আইসি এবং ডিএসপি ক্রাইম বিক্রম জিৎ লামা। পরিস্থিতি মোকাবিলায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী । তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গেছে। সিভিক ভলান্টিয়ার এর বিরুদ্ধে তদন্ত হবে বলে টেলিফোনে জানান ডিএসপি ক্রাইম ।