November 11, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Attack : দরজা খুলতেই ঝাপিয়ে পড়ল চিতাবাঘ , জখম যুবক

শিলিগুড়ি , ১১ নভেম্বর : শিলিগুড়ির অদূরে শিবমন্দির এলাকায় চিতাবাঘের আতঙ্ক । চিতাবাঘের আক্রমণে আহত এক।
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়া থানার অধীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায় ।

বর্তমানে ঘটনাস্থলে বনকর্মীরা রয়েছেন ।

চিতাবাঘটির জন্য ওই এলাকায় খাঁচা পাতা হয়েছে ।
আজ সকালে স্থানীয় এক যুবক ঘুম থেকে উঠে শৌচালয়ে যাওয়ার সময় দরজা খুলতে গেলেই তার ওপর হামলে পরে চিতাবাঘটি । আহত ওই যুবককে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে ‌|
তার চিৎকারে আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশী জড়ো হয়ে যায় । চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ।

খবর দেওয়া হয় বাগডোগরা বনবিভাগ এবং মাটিগাড়া থানার পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগডোগরা বনবিভাগ এবং মাটিগাড়া থানার পুলিশ ।

স্থানীয়রা দাবি করেন চিতাবাঘটি এলাকাতেই রয়েছে । এরপর বনবিভাগের কর্মী এবং পুলিশ এলাকায় চিরুনি তল্লাশি চালায় । তবে ওই চিতাবাঘের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আহত যুবক জানায় চিতাবাঘটি শুয়ে ছিল বাড়ির দরজার সামনে । দরজা খুলতেই সে হামলা করে। এলাকায় আতঙ্ক রয়েছে ।

সকালের পরে ওই এলাকায় চিতা বাঘটিকে আর দেখা যায়নি । এলাকায় আতঙ্ক রয়েছে । বন কর্মীরা নজরদারি চালাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *