শিলিগুড়ি , ২৪ অক্টোবর : দুর্ঘটনার কবলে পড়লো যাত্রী বোঝাই বাস | আহত হয়েছেন একাধিক । বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের ভুটকিরহাট সংলগ্ন গন্ডার মোড় এলাকায় ।
বাসটি যাত্রী নিয়ে অসম থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল । রাত আনুমানিক দুটো নাগাদ রাজগঞ্জের ভুটকিরহাট পার করে গন্ডার মোড়ের কাছে সামনে থাকা একটি গাড়িতে সজরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা বাসটি । বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । বাসে থাকা যাত্রীদের মধ্যে আহত হয়েছেন কমপক্ষে কুড়ি জন ।
খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায় । যাত্রীদের বক্তব্য দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা |

