December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ

Accident : গাড়ির ধাক্কায় গুরুতর জখম হস্তি শাবক

শিলিগুড়ি , ২০ জুন : গজলডোবা ক্যানেল রোডে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হল একটি হস্তি শাবক । বৃহস্পতিবার ভোরে মান্তাদারির গেটবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে কখন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি | হাতিটিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , আজ খুব সকালে স্থানীয়দের নজরে পড়ে একটি হস্তি শাবক গুরুতর জখম অবস্থায় পাকা রাস্তার উপরে পড়ে রয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মান্তাদারি বিট অফিসের বনকর্মীরা । সেখান থেকে হাতিটিকে তুলে পিকআপ ভ্যানে করে বেঙ্গল সাফারিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।


ফুলবাড়ি – গজলডোবা ক্যানাল রোডের গেটবাজার থেকে গজলডোবা পর্যন্ত দুই দিকে রয়েছে গভীর জঙ্গল । দ্রুত গতির গাড়ির কারণে বন্যপ্রাণীরা দুর্ঘটনার কবলে পড়ছে বলে অভিযোগ।

এব্যাপারে বৈকন্ঠপুর ডিভিশনের ডিএফও এম রাজা জানান , সম্ভবত রাতের দিকে কোনো ভারী গাড়ি ওই হাতিটিকে ধাক্কা মেরেছে । হাতিটির চিকিৎসা চলছে বেঙ্গল সাফারিতে । নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *