শিলিগুড়ি , ৬ ফেব্রুয়ারী : হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া ৫o টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা , খালপাড়া আউটপোস্ট এবং পানিট্যাংকি আউটপোস্ট এলাকায় বিভিন্ন সময়ে বেশ কিছু মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়ার অভিযোগ জমা পড়েছিল ।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার খালপাড়া আউট পোস্ট এবং পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ ।
বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে মোট ৫o টি মোবাইল ফোন উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশের পাশাপাশি পানিট্যাংকি আউটপোস্ট এবং খালপাড়া আউটপোস্টের পুলিশ ।
বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় এই উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি পূর্ব রাকেশ সিং , শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা এবং খালপাড়া আউটপোস্ট এবং পানিটাংকি আউটপোস্টের পুলিশ কর্মীরা ।