শিলিগুড়ি , ২৫ ফেব্রুয়ারী : উত্তরবঙ্গে আসা পর্যটকদের রোপওয়ের রোমাঞ্চকর সফরের আনন্দ নিতে দার্জিলিংয়ে যেতে হত। শিলিগুড়ি থেকে প্রায় ৩ ঘন্টা যাত্রা করে গিয়ে অনেক সময় রোপওয়ের সফরের আনন্দ উপভোগ করা হত না পর্যটকদের । সেই সমস্যা মিটতে চলছে খুব তাড়াতাড়ি । শিলিগুড়ি থেকে প্রায় ৪০ মিনিটের পথ গেলেই এবার মিলবে রোপওয়েতে চড়ার সুযোগ। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশনের পর্যটন দপ্তরের পক্ষ থেকে কার্শিয়াং মহকুমার অন্তর্গত রোহিনী লেকে তৈরি করা হচ্ছে রোপওয়ে।
রোহিনী লেক থেকে গিদ্দা পাহাড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটারের যাত্রাপথ হবে এই রোপওয়ের । এখানেই শেষ নয় , পর্যটকদের আকর্ষণ বাড়াতে রোহিনী লেককে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগী জিটিএ কর্তৃপক্ষ । বর্তমানে সেখানে একটি লেক রয়েছে | সেই লেকে ইতিমধ্যে চালু করা হয়েছে বোটিং। এবার ওই লেকের পাশে তৈরি করা হচ্ছে আরও একটি লেক । পাশাপাশি সেখানে থাকা পার্ক সহ গোটা এলকাটিকে নতুন একটি রূপ দিতে তৎপর জিটিএ এর নতুন বোর্ড।