শিলিগুড়ি , ১৫ ডিসেম্বর : সম্প্রতি চেক পোস্ট এলাকায় এক নির্মীয়মান বিল্ডিং এ কাজ করার সময় পড়ে যান তিনজন শ্রমিক।
যার মধ্যে একজন শ্রমিকের মৃত্যু হয় ঘটনাস্থলেই ।
এর পরেই শ্রমিক সুরক্ষার বিষয় নিয়ে নড়েচড়ে বসেছে শিলিগুড়ি পুরনিগম । আজ শিলিগুড়ি পুরনিগম , জেলাশাসকের প্রতিনিধি ও শিলিগুড়ি পুলিশ কমিশনারের প্রতিনিধিদের নিয়ে শহরের সব থেকে বড় বিল্ডিং নির্মাণ সংস্থা ক্রেডআইয়ের সদস্যদের নিয়ে বৈঠক করেন মেয়র গৌতম দেব ।
বৈঠক শেষে মেয়র গৌতম দেব জানিয়েছেন , ২০২৩ এর প্রথম মাস থেকে শহর জুড়ে যত বিল্ডিং এর কাজ শুরু হবে প্রত্যেকটি বিল্ডিং তৈরির যে নিয়মাবলীগুলি রয়েছে সেগুলি অক্ষরে অক্ষরে পালন করতে হবে | বিশেষ করে শ্রমিক সুরক্ষার যে সমস্ত নিয়মগুলি রয়েছে সেগুলোর দিকে নজর রাখতে হবে বিল্ডিং তৈরির সংস্থাগুলিকে। পাশাপাশি যদি কোন ব্যক্তি নিজের বাড়িতে বিল্ডিং তৈরি করে সেই বিল্ডিং তৈরি করার সময়ও যেন বিল্ডিং তৈরির নিয়মগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে বিল্ডিং তৈরি করা হয় সেই দিকে নজর রাখা হবে।