শিলিগুড়ি , ২২ ফেব্রুয়ারী : নদী থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে তিনটি ট্রাক্টর আটক করল বাগডোগরা থানার পুলিশ । যদিও পুলিশকে দেখে এবং অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ট্রাক্টরের চালক । ঘটনাটি বাগডোগরার তারবান্দা বুড়ি বালাসন ঘাটের ।
শুক্রবার রাতে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর আসে ট্রাক্টর গুলি অবৈধভাবে নদী ক্ষরণ করে বালি বোঝাই করছে । খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে চালকেরা পালিয়ে যায় । এরপরেই ট্রাক্টরগুলি পুলিশ বাগডোগরা থানায় নিয়ে আসে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ট্রাক্টর গুলির রেজিস্ট্রেশন যাচাই করে মালিকানা খতিয়ে দেখা হচ্ছে । অবৈধভাবে এই বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান জারি থাকবে পুলিশ জানিয়েছে