শিলিগুড়ি , ৮ মার্চ : অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার |মাটিগাড়া পুলিশ অভিযুক্ত তপন মহন্তকে আজ আদালতে পেশ করে | পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে ১৪ কেজির গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করে ৪ কেজি এবং ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে ভরা হচ্ছিল ।
একটি ১৪ কেজির গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার থেকে একটি নজলের মাধ্যমে সহজেই গ্যাস উত্তোলন করা হচ্ছিল এবং ৪ কেজি এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারে ভরা হচ্ছিল ।
যদিও এই ব্যবসা বেশ কিছুদিন ধরেই চলছিল , তবুও পুলিশের কাছে কোনও খবর ছিল না । খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ মাটিগাড়া থানার অন্তর্গত শিব মন্দিরের রবীন্দ্র সরণি এলাকায় তপন মহন্তের বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি বাণিজ্যিক এবং ছয়টি গৃহস্থালী গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে । ছয়টি নজল এবং একটি ওজন মেশিন উদ্ধার করা হয়েছে ।
মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে , তপন মহন্ত দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিল ।
পুলিশ জানতে পারে যে মাটিগাড়া থানা এলাকায় আরও কিছু এরকম আস্তানা রয়েছে । আগামীতে সেইসব আস্তানায় অভিযান চলবে |
অপরাধ
Crime : অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার
- by Soumi Chakraborty
- March 8, 2025
- 0 Comments
- Less than a minute
- 73 Views
- 3 days ago
