শিলিগুড়ি , ১৪ মার্চ : ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামল শিলিগুড়ি পুরনিগম । বৃহস্পতিবার পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডে ভেঙে ফেলা হল একটি অবৈধ নির্মাণ।
শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের পাইপলাইন সংলগ্ন এলাকায় অবৈধভাবে একটি বহুতল তৈরি করা হয়েছিল । সেই বহুতলে ছিল প্লে স্কুল । কেবলমাত্র দোতলা নির্মাণের অনুমতি থাকলেও বাড়ির মালিক চতুর্থতল নির্মাণ করেন বেআইনিভাবে । পুরনিগমের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও অবৈধ নির্মাণ না ভাঙায় বৃহস্পতিবার পুলিশের প্রশাসনের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে দেয় পুরনিগম।
উল্লেখ্য, এর আগেও ওই বহুতলের ওপরের অংশ ভেঙে ফেলা হয়েছিল । এরপরেও বাড়ির মালিক নির্মাণ শুরু করেন বলে অভিযোগ । যে কারণে এদিন সম্পূর্ণভাবে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।