শিলিগুড়ি , ১৬ ফেব্রুয়ারী : অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ল শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা। শুক্রবার শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডের পাতি কলোনিতে একটি বাড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে যায় শিলিগুড়ি পুরনিগম ।
শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিত্র দেবনাথের বাড়ি এদিন ভাঙতে যান পুরনিগমের কর্মীরা। এর আগে তাকে নোটিশও দেওয়া হয় । ওই বাড়ির নীচেই তৃণমূলের নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে ।
এদিন বাড়ি মালিক জানান , ওয়ার্ডে প্রচুর বাড়ি বাস্তুজমির উপরে রয়েছে । কিন্তু চক্রান্ত করে তার এবং কয়েকজনের বাড়ি ভাঙা হচ্ছে । ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কয়েকজন।
পরবর্তীতে মহকুমাশাসকের দফতর থেকে মেজিস্ট্রেট আনান।মহকুমাশাসকের দফতরে যান পুরনিগমের ইঞ্জিনিয়াররা।সেখানে আলোচনা হয়।যদিও এদিন অবৈধ নির্মাণ ভাঙা হয়নি।