March 31, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Hospital : দার্জিলিং সদর হাসপাতালের সহকারি সুপারের ওপর প্রাণঘাতী হামলা , গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৫ মার্চ : হাসপাতালের সহকারি সুপারের উপর খুকরি দিয়ে প্রাণঘাতী হামলা অস্থায়ী কর্মীর । ঘটনায় চাঞ্চল্য শৈলশহর দার্জিলিংয়ে । ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও । হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর ওই অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ওই সহকারি সুপার গুরুতর জখম অবস্থায় দার্জিলিং সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , দার্জিলিং সদর হাসপাতালের সহকারি সুপার উজ্জ্বল দে’র উপর খুকরি দিয়ে হামলা করার অভিযোগ উঠেছে হাসপাতালেরই অস্থায়ী কর্মী সম্পূর্ণ রাইয়ের বিরুদ্ধে। খুকরির আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন সহকারি সুপার ।


হাসপাতালের রেকর্ড সেকশনের কর্মী সম্পূর্ণ রাই । তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় হাসপাতালের সুপার গত সপ্তাহে শুক্রবার তাকে হাসপাতালের মূল টিকিক কাউন্টারে বদলি করা করেন । আর এতেই ব্যাপক ক্ষেপে যায় সম্পূর্ণ রাই । বদলি করায় শনিবারও সম্পূর্ণ রাই মদ্যপ অবস্থায় হাসপাতালে ঝামেলার সৃষ্টি করে বলে অভিযোগ । এমনকি হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে মারধরও করে বলে অভিযোগ ওঠে । এরপর সোমবার ফের মদ্যপ অবস্থায় এসে সুপারের কার্যালয়ে গিয়ে সুপারের খোঁজ করতে শুরু করে ।

সেই সময় সহকারি সুপার উজ্জ্বল দে জানান , সুপার বাইরে আছেন । কিছুক্ষণ পর আসবেন। এই বলে সহকারি সুপার রাউন্ডে যান। রাউন্ড থেকে আসার পরই অতর্কিতে সহকারি সুপারের উপর খুকরি দিয়ে হামলা করে সম্পূর্ণ রাই । জখম অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । এরপর অন্যান্য হাসপাতালের কর্মীরা এসে সহকারি সুপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে তিনি মাথায় গুরুতর জখম নিয়ে চিকিৎসাধীন ।

এদিকে ঘটনার পর সুপারের সঙ্গে দেখা করতে যান জিটিএ’র চেয়ারম্যান তথা স্বাস্থ্য পারিষদ রাজেশ চৌহান । তিনি সহকারি সুপারের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , খুবই নিন্দনীয় ঘটনা৷ হাসপাতালের আধিকারিকের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে ।এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেছেন তিনি । ওই কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ ।

হাসপাতালের সুপার পুলিশ অভিযোগ দায়ের করেছেন । জিটিএ’র তরফে কড়া পদক্ষেপ করা হবে | কোনভাবেই ছাড়া হবে না । আর আগামীতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেজন্য নজর রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *