দার্জিলিং , ৩০ জুন : পোখরেবংয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিং এর সাংসদ ও বিধায়ক ।
দার্জিলিংয়ের পোখরেবং এলাকায় নির্বাচনী প্রচার করতে গিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও বিধায়ক নীরজ তামাং জিম্বা।
বিজেপি দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারে প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় যাচ্ছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও দার্জিলিংয়ের বিধায়ক নীরজ তামাং জিম্বা। একইভাবে শুক্রবার দার্জিলিংয়ের পোখরেবং এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে স্থানীয় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও বিধায়ক নীরজ তামাং জিম্বা।
এদিন বিক্ষোভকারীরা তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে সাংসদের সাথে থাকা নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পরে সাংসদ বিধায়ককে উদ্দেশ্য করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। একই সাথে এই বিক্ষোভ থেকে অবিলম্বে পাহাড়ে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবি তোলা হয়।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার হামলার অভিযোগ তুলে দার্জিলিংয়ের নাগরী আউটপোস্টে অভিযোগ দায়ের করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। ঘটনায় তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে প্রতিনিয়ত দার্জিলিংয়ের বিভিন্ন সমষ্টি এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। একইভাবে শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ দার্জিলিংয়ের পোখরেবং বাজারের কাছে তার কনভয়ে হামলা চালানো হয় বলে । অভিযোগ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের স্থানীয় নেতৃত্বরা ধারালো অস্ত্র দিয়ে সাংসদকে প্রাণে মারার চেষ্টা করে । এরপরই সাংসদ রাজু বিস্তা দার্জিলিং জেলা পুলিশের নাগরী আউট পোস্টে গিয়ে চার জন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের নেতার নামে লিখিত অভিযোগ করেন। পাশাপাশি তিনি এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের পর সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।