শিলিগুড়ি , ৫ মার্চ : হোলি উৎসব রঙের উৎসব | কিন্তু অনেক ক্ষেত্রেই কেমিক্যাল যুক্ত রং বা আবির থেকে অনেক ক্ষেত্রে অনেকেরই বিভিন্ন চর্ম রোগের সমস্যা হয়ে থাকে । এই চর্ম রোগের সমস্যার হাত থেকে বাঁচতে অনেকেই ভেষজ আবীর ব্যবহার করে থাকে । তবে বাজারে বিক্রি হওয়া ভেষজ আবীর কতটা ভেষজ তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মনে থেকেই যায়। সেই সংশয় দূর করতে নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তৈরি করা হচ্ছে ভেষজ আবির | যে ভেষজ আবির মূলত তৈরি হয় মুলতানি মাটি সহ বিভিন্ন ফল ও পাতা দিয়ে ।
গত বছর নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তৈরি করা হয়েছিল ৩.৫ কুইন্টাল আবির । চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ বছর প্রায় ৭ কুইন্টাল আবির তৈরি করা হল ডিপার্টমেন্টের পক্ষ থেকে ।
নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিপার্টমেন্ট এর পক্ষ থেকেই শিলিগুড়ি জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় এই আবির বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে । শিলিগুড়ি চিলড্রেন পার্ক সংলগ্ন বিদ্যুৎ বিভাগ দপ্তরের ঠিক উল্টোপাশের বিল্ডিংয়ে দ্বিতীয় তলায় নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিপার্টমেন্টের সামনে খোলা হয়েছে ভেষজ আবির বিক্রয় কেন্দ্র ।