শিলিগুড়ি , ১২ অক্টোবর : উত্তরবঙ্গের ধস বিধ্বস্ত এবং দুর্যোগ কবলিত এলাকার মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ২৪ ধরনের জিনিস দিয়ে এই ত্রাণ সামগ্রী তৈরি করা হয়েছে ।
আজ সকালে ৭টি ট্রাকে এই ত্রাণ এসে পৌঁছায় শিলিগুড়িতে অসম সরকারের পক্ষ থেকে ।
শিলিগুড়ি বিজেপির সংগঠনের সদস্যরা শিলিগুড়িতে এই ত্রাণ গ্রহণ করেন । শিলিগুড়ি বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন , অসমের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ । এমনটাই হওয়া উচিত। বিপদে মানুষের পাশে থাকাটাই মনুষত্ব।
চাল , ডাল , তেল , আটা , মুড়ি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানান রকম সামগ্রী এই সাতটি ট্রাকে এসে পৌঁছেছে শিলিগুড়িতে । পাহাড়ে সমতলে এবং ডুয়ার্সের ধ্বস এবং দুর্যোগ বিধ্বস্ত এলাকায় এই ত্রাণ পৌঁছে দেবেন বিজেপির নেতাকর্মীরা।
শিলিগুড়ি শহর লাগোয়া পোড়াঝাড় এলাকা মহানন্দা নদীর জলে তলিয়ে গিয়েছে সেখানকার মানুষদের কাছেও এই ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলেই জানা গিয়েছে । অপরদিকে মিরিকের বিপর্যস্ত এলাকা এবং ডুয়ার্সের দুর্যোগ বিধ্বস্ত এলাকাতেও স্থানীয় বিজেপি নেতৃত্বের মাধ্যমে এই ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলেই জানা গিয়েছে ।
অসম থেকে নিত্য প্রয়োজনীয় ২৪ টি দ্রব্য ট্রাকে পাঠানো হয়েছে । এগুলিকে প্যাকেট বন্দি করে বিজেপির নেতাকর্মীরা ত্রানের প্রয়োজনীয় প্যাকেট বানিয়ে অসহায় মানুষদের কাছে নিয়ে যাবেন ।