Khabar Samay Bangla Blog রাজনীতি TMCP : পরীক্ষার্থীদের সহায়তায় তৃণমূল ছাত্র পরিষদ
রাজনীতি

TMCP : পরীক্ষার্থীদের সহায়তায় তৃণমূল ছাত্র পরিষদ

শিলিগুড়ি , ৩ মার্চ : উচ্চমাধ্যমিকের প্রথম দিনে বনধ এর বিরোধীতায় পরীক্ষার্থীদের সহায়তায় তৃণমূল ছাত্র পরিষদ |

বুধবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । প্রথম দিনেই বন্‌ধ ডাকে এসএফআই । যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় , সে জন্য পথে নামে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি )। বালুরঘাট শহরের বিভিন্ন স্কুলে পিকেটিং করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে সাহায্য করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ।

তৃণমূল ছাত্র পরিষদের দাবি , এসএফআই সমর্থকদের ডাকা বন্‌ধ এর জেরে পরীক্ষার্থীদের সমস্যায় ফেলতে পারে | তাই তারা সচেতনভাবে রাস্তায় নেমে পরীক্ষার্থীদের সহয়তা করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version