শিলিগুড়ি , ১৭ জুলাই : শিলিগুড়ি জুড়ে স্বাস্থ্য দপ্তরের হানা । ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক প্যাথলজি ক্লিনিকে হানা রাজ্য স্বাস্থ্য দপ্তরের । ক্লিনিক চালানোর জন্য স্বাস্থ্য দপ্তরের বৈধ কাগজ পত্র , লাইসেন্স দেখাতে না পারায় একাধিক বেআইনি ক্লিনিককে নোটিশ ধরানো হয়েছে ।
আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ তৈরি না করলে ওই ক্লিনিক সিল করে দেওয়া হবে বলে আজ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার শিলিগুড়ির পাকুরতলা মোড় থেকে এই অভিযান শুরু হয় । অভিযান চলে সেবক রোড , চম্পাসারি , প্রধাননগর , মেডিকেল সহ বিভিন্ন এলাকায় ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে , শিলিগুড়ি শহরে কমবেশি এমন প্রচুর অবৈধ ক্লিনিক রয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে।
অবশেষে দার্জিলিং জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নির্দেশে অভিযান শুরু করল জেলা স্বাস্থ্যদপ্তর ।