জলপাইগুড়ি , ৯ জুলাই : উত্তরবঙ্গে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন | বর্ষার সময় জলবাহিত নানা রোগ রুখতে ঘরে ঘরে পৌঁছে পরিসেবা দিচ্ছেন স্বাস্থ্য় কর্মীরা |
মানুষ স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন | তাই প্রত্যন্ত এলাকায় গিয়ে আশা কর্মীরা বাড়িতেই শিবির বসিয়ে পরিষেবা দিচ্ছেন । শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া হচ্ছে ওষুধ ।
মাসে তিন থেকে চার বার প্রত্যন্ত এলাকাগুলিতে চালানো হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির । বৃষ্টিকে উপেক্ষা করে এদিন স্বাস্থ্য় শিবির করা হয় । বেশ সারা মিলেছে । যারা হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেন না তাদের জন্য এই স্বাস্থ্য় শিবির ।
জলপাইগুড়ি সদর ব্লকের পাটকাটা কলোনী সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী মৌসুমি কর জানান , প্রয়োজন হলে চিকিত্সকের পরামর্শ নিতে বলা হচ্ছে ।