Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Market : শিশুদের জন্য বিনামূল্যে খুশির বাজার
উত্তরবঙ্গ জীবনধারা

Market : শিশুদের জন্য বিনামূল্যে খুশির বাজার

জলপাইগুড়ি , ১৮ অক্টোবর : শিশুদের জন্য বিনামূল্যে খুশির বাজার |

আজ জলপাইগুড়ি শহর সংলগ্ন অসম মোড় লাগোয়া করলাভ্যালি চা বাগানে বসেছিল শিশুদের জন্য খুশির বাজার | শতাধিক শিশু জমায়েত হয়ে বেলুন হাতে বাজার উদ্বোধন করে বিনামূল্যে তাদের পছন্দসই জিনিসপত্র গ্রহণ করেছে ।
খাতা , পেন্সিল , রবার , বিভিন্ন ধরনের বিস্কুট , কেক , চকলেট , ফ্রুট জুস , বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী , শিশুদের বিভিন্ন ধরনের খেলনা সহ প্রায় ৩৫ প্রকার রকমারের জিনিসের মেলায় চা বাগানের শ্রমিক পরিবারের শিশুরা খুব আনন্দ সহকারে নিজেরা বাজার করে । শিশুদের আনন্দ চোখে পড়ার মত ছিল ।


পুজোর আগে এত সুন্দর একটা অভিনব খুশির বাজার এর ব্যবস্থাপনা করলেন সুদুর মালদা নিবাসী উৎপল গুহ বিশ্বাস । উল্লেখ্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোর সাধারণ দুঃস্থ মানুষদের জন্য উনি বিভিন্ন প্রকার সহযোগিতা করে থাকেন ।
আজকের খুশির বাজার পরিচালনায় ছিলেন অমৃত ঘোষ , মজিদ আলম , কাবুল হোসেন , প্রাণ ওরাও , চন্দন রায় সহ অন্যান্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version