শিলিগুড়ি , ৪ মার্চ : শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জনসভা করে গেছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সময় স্টেডিয়ামে বেশ কিছু গর্ত করা হয় । সেই গল্পগুলো ভর্তি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে | পাশাপাশি মাঠে যে সমস্ত জায়গায় ঘাস নষ্ট হয়েছিল জল দিয়ে সেই সমস্ত জায়গার ঘাস ঠিক করা হচ্ছে । আজ ফের মাঠ পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব |
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , একমাস সময় দিলে এই মাঠ পুনরায় খেলার যোগ্য করে দেবেন তিনি । তিন চারদিন আগে যে পরিস্থিতি মাঠের ছিল তার পরিবর্তন হয়েছে | আশা করছেন তিনি আর ১০ থেকে ১৫ দিনের মধ্যে খেলার যোগ্য হয়ে যাবে মাঠ ।
সামনেই শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আশা করা হচ্ছে সেই টুর্নামেন্ট সঠিক সময় এবং সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে। এরপর এই স্টেডিয়ামের মাঠের আবার নতুন করে চাষ করা হবে এবং ইন্টারন্যাশনাল মাঠে যে ধরনের ঘাস ব্যবহার করা হয় সেই ঘাস লাগানো হবে। যতদিন না মাঠের কাজ সম্পন্ন হবে ততদিন পর্যন্ত খেলা পরিচালনা করার জন্য বিকল্প মাঠ তৈরি করা হচ্ছে যেখানে খেলা পরিচালনা করা হবে ।