June 23, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Water : শহরের জল সমস্যার সমাধানে প্রস্তুত পুরনিগম

শিলিগুড়ি , ১৫ জুন : নির্বাচন বিধিনিষেধ কাটিয়ে আবার শুরু হল “টক টু মেয়র” | বিভিন্ন ওর্য়াডে পানীয় জল সমস‍্যা নিয়ে একাধিক ফোনের উত্তর দেন মেয়র ।
রাস্তা , ড্রেন , অবৈধ বিল্ডিং ইত্যাদি বিষয় নিয়ে ও ফোন আসে ।

নাগরিকদের সমস্যার কথা শোনার পর জরুরী কালীন বৈঠকে বসেন সকল আধিকারিক সহ ডেপুটি মেয়র ও পারিষদের নিয়ে মেয়র । গৌতম দেব জানান , সিকিমে লাগাতার বৃষ্টিতে তিস্তার জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে । এর জন‍্য লকগেট খুলে রাখতে হয়েছে এবং জলের সঙ্গে অনেক নোংরা চলে আসায় সমস‍্যার সৃষ্টি হচ্ছে ।
এর জন‍্য তারা প্রস্তুত | এই আলোচনা শেষে তিনি জানান , ওর্য়াডে জলের ট‍্যাংক দিয়ে পানীয় জলের সমস‍্যা মেটানো হবে । যদি দরকার পরে তবে PHE এর সাহায্য নিয়ে জলের পাউচ দেওয়া হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *