শিলিগুড়ি , ২২ নভেম্বর : শিলিগুড়ি বর্ধমান রোডের ফ্লাইওভারের পাশের সার্ভিস রোড তৈরির কাজ পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য আধিকারিকরা। বুধবার থেকে ওই সার্ভিস রোড তৈরির কাজ শুরু করা হয়। জানা গিয়েছে দুপাশে ২.৩ কিলোমিটারের সার্ভিস রোড তৈরি হবে। পেভার ব্লকের রাস্তা হবে। পুরো কাজ শেষ হতে ৮ মাস সময় লাগবে।
পাশাপাশি অর্ধ সমাপ্ত ফ্লাইওভার এর কাজ ও পরিদর্শন করে মেয়র জানান , ডিসেম্বর মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে । ফ্লাইওভার এবং সার্ভিস রোড মিলিয়ে ৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । SF রোডের রাস্তা সম্প্রসারন করা হবে। তার জন্য ৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । খুব দ্রুত এই কাজগুলি শেষ হবে বলে জানিয়েছেন মেয়র। তার পাশাপাশি মেয়র বলেন আগামী কয়েক বছরের মধ্যে শিলিগুড়ি একটি নতুন রূপ পেতে চলেছে | নতুন বছরের মধ্যে একাধিক কাজ শুরু হয়ে যাবে।