শিলিগুড়ি , ২২ নভেম্বর : সোনা পাচার চক্রের মূল সাপ্লাইয়ার গ্রেপ্তার |
গত ২২ অক্টোবর কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা জলপাইগুড়ি ন্যাশনাল হাইওয়ে ২৭ এ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে । ধৃত ব্যক্তির নাম গৌরব কুমার সাহা । ধৃত গৌরব কুমার সাহার কাছ থেকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা উদ্ধার করে ১৯ টি সোনার বিস্কুট । যার ওজন ২ কিলো ২১৫ গ্রাম | আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৯৬৬ টাকা।
সেই গৌরব কুমার সাহাকে মহকুমা আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা জানতে পারে ইন্টারন্যাশনাল সোনা পাচার চক্রের এর সঙ্গে জড়িত থাকা এক সাপ্লাইয়ার এর নাম ।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা খোঁজ শুরু করে সেই সাপ্লাইয়ার এর । অবশেষে গতকাল শিলিগুড়ি থেকে সোনা পাচার চক্রের সেই সাপ্লাইয়ার হরেকৃষ্ণ সাহা কে গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা । আজ ধৃত হরেকৃষ্ণ সাহা কে রিমান্ডের আর্জি জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ।
সাপ্লাইয়ার এর লিংক ধরে সোনা পাচার চক্রের সাথে জড়িত থাকা সকলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর |