শিলিগুড়ি , ৫ জুলাই : সোনার গহনা পরিষ্কারের নাম করে চুরি | ঘটনাটি শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া নিউ পালাপাড়া এলাকার । এই ঘটনায় এলাকায় আতঙ্ক।
অখিল পাল নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের মুদিখানার দোকানে বসে ছিলেন। সেই সময় দোকানে আসে দুই যুবক। তারা পরিচয় দেয় , তারা ঘরের সামগ্রী ও অলংকার পরিষ্কার করে থাকেন । প্রথমে অখিলবাবু তাদের পরিষ্কার জানিয়ে দেন, বাড়িতে কেউ নেই। কিছুক্ষণ পর ওই দুই যুবক ফের দোকানে ফিরে আসে। এ সময় তাদের হাতে ছিল সাদা রঙের পাউডারের মতো কিছু।
এক যুবক হঠাৎ অখিলবাবুর গলায় থাকা সোনার চেন ও হাতে থাকা আংটিতে সেই পাউডার লাগিয়ে দেয়। এরপর তারা জানায় , ওই জিনিস শরীরে লাগলে ইনফেকশন হতে পারে , তাই দ্রুত অলংকার খুলে রাখতে হবে । আতঙ্কিত হয়ে অখিলবাবু সোনার চেন ও আংটি খুলে ফেলেন । এরপর ওই দুই যুবক একটি বাটি এনে অলংকার রাখার কথা বলে সেগুলি নিয়ে দ্রুত চম্পট দেয়।
কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে অখিলবাবু বাড়ির লোকজনকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং খবর দেয় ভক্তিনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । তবে শহরে বারবার এ ধরনের ঘটনা ঘটায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।