September 24, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Crime : প্রায় ৬ কোটির অধিক মূল্যের সোনা সহ গ্রেপ্তার চার

শিলিগুড়ি , ২৪ সেপ্টেম্বর : শিলিগুড়িতে আন্তর্জাতিক পাচার চক্রের পর্দাফাঁস। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর প্রায় ৫ কেজি ৬১৯ গ্রাম সোনা সহ চার জনকে গ্রেপ্তার করেছে । গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৯ লক্ষ টাকা ।

গোপন সূত্রে খবর পেয়ে ডি আর আই প্রথমে বিহারের কিষানগঞ্জ থেকে দু’জনকে আটক করে । তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের হদিশ মেলে এবং তাদেরও গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দু’জনের বাড়ি বিহারে এবং বাকি দু’জন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা ।

তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে মোট ৪৮ টি সোনার বাট উদ্ধার করা হয় | যার প্রতিটির ওজন প্রায় ১১০ থেকে ১১২ গ্রাম । এছাড়াও প্রায় ২ লক্ষ টাকা নগদও তাদের কাছ থেকে পাওয়া গেছে ।

তদন্তে জানা যায় , এই বিপুল পরিমাণ সোনা বাংলাদেশ থেকে ভারতে আনা হচ্ছিল এবং সেখান থেকে রাজধানী এক্সপ্রেস যোগে তা দিল্লির দিকে পাচার করার পরিকল্পনা ছিল।

ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।

বিচারক ধৃতদের আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । DRI কর্মকর্তারা এখন খতিয়ে দেখছেন যে ধৃতরা শুধু বাহক (carrier) হিসেবে কাজ করছিল , নাকি তাদের সরাসরি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে । এই ঘটনায় আরও বড় পাচার চক্রের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *