March 12, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Gold : সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার বিহারের বাসিন্দা

শিলিগুড়ি , ২৪ ফেব্রুয়ারী : চারটে সোনার বিস্কুট পায়ের সঙ্গে কাপড় দিয়ে বেঁধে পাচারের উদ্দেশ্যে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিল পাচারকারী ফুলবাড়ী ব্যাটেলিয়ান মোড়ে । সেখানেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ সোনা সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে । ধৃতের নাম শ্রবন কুমার | সে বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে সোমবার দুপুরে ওই ব্যক্তি চারটি সোনার বিস্কুট নিয়ে অসম থেকে বিহারে উদ্দেশ্যে রওনা দিয়েছে । সেই খবরের ভিত্তিতে পুলিশ ব্যাটেলিয়ান মোড়ে ঘাঁটি গেড়ে প্রথমে তাকে আটক করে | তার শরীরে তল্লাশি চালালে তার কাছ থেকে মেলে ওই সোনার বিস্কুট গুলি । যার ওজন ৪৬৪ গ্রাম । বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা ।

পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে এনজেপি থানায় নিয়ে আসা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *