শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর : অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৪ দুষ্কৃতী | শনিবার গভীর রাতে শিলিগুড়ি থানার সাদা পোশাক পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ভারত নগর আন্ডারপাস এলাকায় ৭ থেকে ৮ জন দুষ্কৃতী ডাকাতি করার ছক কষছে ।
গোপন সূত্রে ওই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ । চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ । তবে কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে ।
ধৃতদের কাছ থেকে তাদের নাম পরিচয় জেনে তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে । গতকাল রাতে ভারত নগর আন্ডারপাস এলাকা থেকে গ্রেপ্তার হয় শিলিগুড়ির শান্তিনগরের পলাশ মন্ডল , টিকিয়াপাড়ার মহম্মদ বাপ্পা , হঠাৎ কলোনী টিকিয়াপাড়া এলাকার প্রমোদে সাহানি এবং টিকিয়া পাড়ার বিকি সাহানী।
ধৃত চার জনকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় । অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতি করার একাধিক সরঞ্জাম যেমন ধারালো অস্ত্র সহ নানান রকম যন্ত্রপাতি।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ওই এলাকার কোন বাড়িতে ডাকাতি করার ছক কষছিল দুষ্কৃতীরা।