শিলিগুড়ি , ২৮ নভেম্বর : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায় চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ ।
গত ২৪ সেপ্টেম্বর ভক্তিনগর থানার অন্তর্গত পিসিএম হাউসে এসির পাইপ এবং তার চুরির ঘটনা ঘটে । ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় । ঘটনার তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ মহম্মদ ছট্টু এবং রামপ্রসাদ মন্ডল নামে দুই জনকে গ্রেপ্তার করে । ধৃতদের মধ্যে মহম্মদ ছোট্টুর বাড়ি আশরাফ নগরে এবং রামপ্রসাদ মন্ডলের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডে ।
অপরদিকে ভক্তিনগর থানার অধীনে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় গত ১২ তারিখ একটি চুরির ঘটনা ঘটে | ওই ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ।
এই চুরির তদন্তে নেমে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে গতকাল ভক্তিনগর থানার পুলিশ পাপন দাস কে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি এনজেপি এলাকায়।
অপরদিকে ইন্ডাস্ট্রিয়াল স্টেটে গত ২৬ তারিখ একটি দোকানে চুরির ঘটনা তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ ফকদইবাড়ির সঞ্জয় দাস নামে একজনকে গ্রেপ্তার করে । বৃহস্পতিবার ধৃত চার জনকেই জলপাইগুড়ি আদালতে তোলা হয়।