জলপাইগুড়ি , ২৭ জানুয়ারী : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে জলপাইগুড়ি জেলা । বেলা যত বাড়ছে কুয়াশার দাপট তত বাড়ছে । হার কাপানো কনকনে ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী।
গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে ।
কয়েকদিন থেকেই সন্ধার পর থেকে কুয়াশার দাপট বৃদ্ধি পেতে থাকে। তবে বেলা যত বাড়ছে কুয়াশার দাপট আরও বৃদ্ধি পায় | স্বাভাবিকভাবেই গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পরে। হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি চলাচল। স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন গাড়ির চালক থেকে পথ চলতি সাধারণ মানুষ।ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা হাওয়াও বইছে।