ধূপগুড়ি , ২৮ জানুয়ারি : বড় সাফল্য ধূপগুড়ি থানার । সব্জি ব্যবসায়ীর ছদ্মবেশে চলছিল ব্রাউন সুগারের রমরমা কারবার । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ধূপগুড়ি চৌপথী সংলগ্ন একটি আবাসিক হোটেলে হানা দেয় ধূপগুড়ি থানার পুলিশ । অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতরা সকলেই ফালাকাটা এলাকার বাসিন্দা । তারা গত ১৫ জানুয়ারি থেকে ওই আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে থাকছিল এবং সেখান থেকেই মাদক কারবার চালাচ্ছিল বলে অভিযোগ । স্থানীয় বাজারে সব্জি ব্যবসার আড়ালে এই চক্র মাদক সরবরাহ করত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ।
অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধূপগুড়ির এসডিপিও গাইলসেন লেপচা , ধূপগুড়ি থানার আইসি সহ থানার অন্যান্য আধিকারিকরা । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে ।
ধৃতদের বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা করা হয় ।
ধূপগুড়ির এসডিপিও বলেন , গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচ জনকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয় । ঘটনার তদন্ত চলছে ।

