শিলিগুড়ি , ২৭ এপ্রিল : আগামী ২০২৬ এ ফের বিধানসভা নির্বাচন । আর সেই নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্যের শাসক দলের সমস্থ সংগঠন ।
সংগঠনকে চাঙ্গা করতে রবিবার মহকুমা পরিষদ হলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের প্রথম সম্মেলন ।
এদিনের সম্মেলনকে স্বার্থক করতে উপ্পস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব , তৃনমুলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ , শ্রমিক নেতা অলোক চক্রবর্তী , মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ সহ সংগঠনের নেতৃত্ব । এদিন প্রায় একশত প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করে । দিনের সম্মেলনের মধ্য দিয়ে ১৭ জনের একটি কমিটি গঠিত হয় | নতুন সভাপতি নির্বাচিত হয় কৃষ্ণা কর , সম্পাদক নির্বাচিত হয় দ্বিজেন্দ্রনাথ দাস , কোষাধক্ষ্য নির্বাচিত হন মুনমুন দেব ।
জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানান , সংগঠনকে মজবুত করার পাশাপাশি আসন্ন বিধানসভা ও লোকসভাকে পাখির চোখ করেই তারা এগোতে চাইছে ।