শিলিগুড়ি , ১২ মার্চ : কথায় আছে আগুন নিয়ে খেলা উচিত নয় ! আর আগুন নিয়ে খেলতে গিয়েই পুড়ে ছাই হল শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ড সুভাষপল্লী মিলন মন্দির রোডের একটি ফ্ল্যাটে ।
কর্মসূত্রে বাড়ির বাইরে ছিল বাবা ও মা । সেই সুযোগেই ঘরের ভেতরে আগুন দিয়ে খেলা করছিল নাবালক এবং সেখান থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। এলাকাবাসীদের অভিযোগ এর আগেও দু’দুবার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল এই নাবালক বলে স্থানীয়দের অভিযোগ । মানসিক দিক থেকে খানিকটা সমস্যা রয়েছে এই নাবালকের এমনই অভিযোগ এলাকাবাসীদের।
এলাকাবাসীদের আরও অভিযোগ বহুবার নাবালকের বাবা মাকে বলা হয়েছে তারা যেন এই নাবালকে বাড়িতে একা ছেড়ে না যায়। ঘরের বিভিন্ন জায়গা , বিছানা , ফ্রিজ এবং গ্যাস ওভেনের সামনে কাগজ দিয়ে আগুন ধরায় ওই নাবালক | কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে সেই আগুন। এলাকাবাসীরা পোড়া গন্ধ ও ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে তৎক্ষণাৎ খবর দেয় দমকল কর্মীদের।
দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। তবে স্বস্তির বিষয় ঘরে আগুন লাগতে দেখে দরজা খুলে বেরিয়ে আসে সেই নাবালক। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্ল্যাটের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হলেও হতাহতের কোন খবর নেই।