Khabar Samay Bangla Blog ঘটনা Fire : গ্যাস সিলিন্ডারে আগুন লেগে পুড়ে ছাই আসবাবপত্র
ঘটনা

Fire : গ্যাস সিলিন্ডারে আগুন লেগে পুড়ে ছাই আসবাবপত্র

শিলিগুড়ি , ২৫ অক্টোবর : গ্যাস সিলিন্ডারে আগুন লেগে পুড়ে ছাই ঘরের আসবাবপত্র । ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি মহকুমার পরিষদ অন্তর্গত ঘোষপুকুর মৌলানী জোত গ্রামে ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় । আজ সকালে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় বাড়ির মালিক সিলিন্ডারে নিয়ে এসে বাড়িতে লাগিয়ে রান্না করছিল। সে সময় হঠাৎই আগুন লেগে যায়।

কোনমতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না আগুনকে । এরপরেই বাস্ট হয়ে টিনের চাল ফেটে ঘরে আগুন লেগে যায় । এরপরেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় । তবে ঘটনায় হতাহত কোন খবর নেই । কি কারণে গ্যাস সিলিন্ডারে আগুন লাগল । ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version