শিলিগুড়ি , ২৯ মার্চ : আমবাড়ীর করতোয়া নদীতে অষ্টমী স্নান করতে পুণ্যার্থীদের ঢল ছিল আজ চোখে পড়ার মত । বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের এই অষ্টমী স্নান উৎসব হয়। মন্ত্র পাঠ করে করতোয়ার জলে স্নান করে পুণ্য অর্জনের বাসনা নিয়ে ভোর থেকে সপরিবারে ঘাটে এসে জড়ো হতে দেখা যায় একাধিক মানুষকে ।
আমবাড়ির গঙ্গা মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে , যে ৫৩ বছর আগে করতোয়া নদীর তীরে এই মন্দিরটি স্থাপন করা হয় | তারপর থেকেই এই অষ্টমী স্নান হয়ে আসছে আমবাড়িতে ।
গঙ্গা মন্দির পুজো কমিটির সদস্য বাবলু রায় জানান , “দীর্ঘ ৫৩ বছর ধরে পূর্বপুরুষরা এই মন্দির স্থাপন করেছিল তারপর থেকেই বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে পুণ্যার্থীরা এই করতোয়া নদীতে স্নান করতে আসেন । বিগত দু’বছর করোনার কারণে লোক তেমন আসেনি। তবে এবছর নানান জায়গা থেকে বিপুল পরিমাণে পুণ্যার্থীরা অষ্টমী স্নানে যোগ দিতে এসেছেন ।