শিলিগুড়ি , ২ অগাষ্ট : শিলিগুড়িতে ভুয়ো শ্যাম্পু তৈরির একটি চক্রের পর্দাফাঁস করল শিলিগুড়ি থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়ার একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে বিভিন্ন নামিদামি কোম্পানির ভুয়ো শ্যাম্পু তৈরি ও প্যাকেটিংয়ের চক্র ফাঁস হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই বাড়ি থেকেই নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা মূলত উত্তর প্রদেশ ও বিহারের বাসিন্দা । ধৃতদের নাম ওসমান (২৮) , চাঁদ বাবু (১৮) , সাহেল খান (২০) , রোহিত (২১) , সাহাজন (২০) , সামির (২২) , বিকি খান (২৬) ,সাহিল (১৮) এবং টিটু (২৫) |
ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে , তারা পাটনা থেকে প্রথমে শিলিগুড়িতে আসে এবং বাড়ি ভাড়া নিয়ে এখানে দীর্ঘদিন ধরে নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পুর নকল করে প্রস্তুত ও বাজারজাত করছিল ।
পুলিশ আরও জানিয়েছে , এই চক্রের মূল পান্ডা হল জাহাঙ্গীর খান , যিনি উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা । তদন্তে উঠে এসেছে খুরাইশি মোল্লা নামে আরও একজনের নাম।
ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণ ভুয়ো শ্যাম্পু , প্যাকেজিং মেশিন , নামিদামি ব্র্যান্ডের লেবেল ও বোতল বাজেয়াপ্ত করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে , এই ভুয়ো পণ্য শুধুমাত্র শিলিগুড়ি নয়, আশপাশের জেলাগুলিতেও ছড়িয়ে পড়েছিল।
পুলিশ জানিয়েছে , এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা এবং চক্রটি কতদিন ধরে সক্রিয় ছিল , তা জানতে তদন্ত চলছে।