শিলিগুড়ি , ৯ নভেম্বর : ইন্দো-নেপাল সীমান্তে জাল আধার কার্ড তৈরির কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার এক । ধৃতের নাম সোনাই সরকার ।
নেপালের নাগরিকদের টাকার বিনিময়ে জাল আধার কার্ড বানানোর কারবার চালাচ্ছিল অভিযুক্ত দীর্ঘদিন থেকেই ।
গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বাতাসীর বদরাজোতে নকশালবাড়ি এসডিপিও নেহা জৈন এর নেতৃত্বে একটি অনলাইন সেন্টারে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ । তিনটি আধার কার্ড সহ একাধিক নথিপত্র উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয় কম্পিউটার , হার্ডডিক্স এবং প্রিন্টার । আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ।
পুলিশ সূত্রে খবর , ধৃত সোনাই সরকারকে ২০২৩ সালের ২ অক্টোবর ফাঁসিদেওয়ার এক বাংলাদেশীকে ভারতীয় পরিচয় পত্র বানিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল ।
এদিন সাংবাদিক বৈঠক করে নকশালবাড়ি এসডিপিও নেহা জৈন জানান , গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় । ওই অনলাইন সেন্টারে কয়েকজন নেপালি নাগরিক উপস্থিত ছিলেন যারা টাকার বিনিময়ে জাল আধার কার্ড বানাতে দিয়েছিলেন এবং তা সংগ্রহ করতে গিয়েছিলেন । ধৃত ব্যক্তি প্রতিটি আধার কার্ড বানাতে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থ ধার্য করত বলে জানান ।
মূলত সীমান্ত পারাপারের সুবিধার জন্য এই জাল আধার কার্ড তৈরি করা হত বলে অনুমান । বাংলাদেশ এবং নেপালের নাগরিকরা যাতে এই চক্রের প্রলোভনে না পড়ে সেই বিষয়ে সচেতন করেন তিনি।
ধৃতকে রিমান্ডে এনে এই চক্রে আরও কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত করছে পুলিশ।