শিলিগুড়ি , ৫ ফেব্রুয়ারী : ইলেকট্রিক শক দিয়ে হাতি মারার ঘটনায় একজনকে গ্রেপ্তার করল বনদপ্তরের বেলাকোবা রেঞ্জ । গত অক্টোবরে গজলডোবার কাছে দুধিয়া গ্রামের একটি হাতির অস্বাভাবিক মৃত্যু হয় । তার শরীরে অনেকটা অংশ জুড়ে পোড়া ক্ষতচিহ্ন ছিল । পরে ময়নাতদন্তে রিপোর্টে জানা যায় , ইলেকট্রিক শক দিয়ে মারা হয়েছে হাতিটিকে ।
তদন্তে নেমে দু’জন সন্দেহভাজনকে চিহ্নিত করে বনদপ্তর । কিন্তু ঘটনার পর থেকেই তারা এলাকাছাড়া ছিল । পরে আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বনদপ্তরের বেলাকোবার রেঞ্জার চিরঞ্জিত পাল বলেন , গোপন সূত্রে খবর অনুযায়ী সন্দেহভাজন ওই দু’জনের মধ্যে একজনকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে । সেই মতো অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা হয় তাকে । তদন্তের স্বার্থে পরিচয় জানানো হয়নি বনদপ্তরের পক্ষ থেকে ।