June 24, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tourist : হাতির ভিডিও করতে গিয়ে বিপত্তি , প্রাণে বাঁচলেন পর্যটক

শিলিগুড়ি , ১৬ জুন : হাতির ভিডিও করতে গিয়ে প্রাণে বাঁচলেন এক পর্যটক ।
হাতির ছবি তুলতে গিয়ে হল বিপত্তি | রীতিমতো হাতির তাড়া খেলেন এক পর্যটক | বারবার বনদপ্তরের পক্ষ থেকে জংলী হাতিদের সামনে যেতে এবং ছবি তুলতে নিষেধ করা হলেও কিছু মানুষ তা কোনও ভাবেই কানে তুলছিলেন না । শনিবার হাতিদের ছবি তুলতে গিয়ে তাড়া খেলেন এক পর্যটক । ঘটনাটি জলপাইগুড়ি জেলার মিলন পল্লী এলাকার । ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে ।

শনিবার দুপুরে ক্যানেল রোডের রাস্তার পাশে বৈকন্ঠপুর জঙ্গলে বেশ কয়েকটি হাতি দাঁড়িয়েছিল । সেই সময় সেই রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন এক পর্যটক । হাতির পাল চোখে পড়তেই গাড়ি থামিয়ে দেয় পর্যটক এর গাড়িটি । পর্যটক সহ গাড়ির চালক গাড়ি থেকে নেমে হাতির খুব কাছ থেকে হাতির ছবি তুলতে যায় । তখনই ঘটে বিপদ। দলের মধ্যে থাকা একটি হাতি ওই পর্যটককে তাড়া করে । স্বাভাবিকভাবেই হাতিকে দেখে ভয়ে পালায় ওই পর্যটক । তবে সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পার চালকরা সজোরে গাড়ির হর্ণ বাজাতেই থেমে যায় হাতিটি আর তাতেই প্রাণে বাঁচেন ওই পর্যটক এবং গাড়ির চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *