July 31, 2025
Sevoke Road, Siliguri
আলিপুরদুয়ার ঘটনা

Forest : হাতির হানায় ঘর ছাড়া দম্পতি

আলিপুরদুয়ার , ৩০ জুলাই : বাড়িতে হাতির হানা , ঘর ছেড়ে পালালেন দম্পতি । ফালাকাটার পশ্চিম শালকুমারে বুনো হাতির হানা অব্যাহত । বুনো হাতি আক্রমণ করে বুধা ওরাওঁ বাড়িতে । বাড়ির একটি ঘর দুই দিক থেকে ঘিরে ধরে দুটি হাতি । কোনো ক্রমে ঘর থেকে পালিয়ে অন্য ঘরে আশ্রয় নেন ওই দম্পতি ।

ওই ঘরটির টিনের বেড়া তিন দিক থেকে ভেঙে গুড়িয়ে দেয় দুটি হাতি । পাশেই বিধবা ননী ওরাওঁ এর বাড়ির রান্না ঘরের বেড়া ভেঙে ফেলে হাতি । বিধবা ননী ওরাওঁ তিন মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন । তিনি বলেন তিন মেয়েকে নিয়ে রাতে হাতির ভয়ে শুধু কেদেছেন । ননী ওরাওঁ এর মেয়ে হেমন্তি ওরাওঁ বলেন বন দপ্তরের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করলে ভালো ।

দিদি , বোন , মা কে নিয়ে বাড়িতে থাকেন | প্রায়ই হাতি আসে | তারা খুব ভয়ে আছেন । ওখান থেকে কিছুটা দূরেই আমিনুর মিয়ার বাড়ির বাউন্ডারি বেড়া ভেঙ্গে দেয় ও বেশ কিছু সুপারি গাছের পাতা খেয়ে যায়।

গ্রামে হাতির হানা হয়েছে জানতে পেরে সকালে বাড়ি পরিদর্শনে করেন দক্ষিণ খয়ের বাড়ি বিট বিট অফিসার প্রকাশ সুব্বা । বিট অফিসার প্রকাশ সুব্বার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে । এছাড়া ওই এলাকায় আজ থেকে বনদপ্তর স্থানীয় বন কমিটিকে সঙ্গে নিয়ে টহলের ব্যবস্থা করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *