October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Elephant : দাঁতাল হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য

আলিপুরদুয়ার , ২২ অগাস্ট : আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি মন্ডল পাড়ায় এক দাঁতাল হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল । মঙ্গলবার সকালে এলাকার এক ধান ক্ষেত থেকে এক পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা । এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে ।

বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বন দপ্তরের আধিকারিকরা । তবে কী কারণে মৃত্যু হয়েছে হাতিটির তা এখনও পরিষ্কার নয় । হাতির সুরটি জমিতে থাকা ব্লেড ওয়ার বা কাটা তারে আটকে রয়েছে । মৃত হাতিটি পূর্ণবয়স্ক পুরুষ হাতি বলে জানা গিয়েছে । এলাকার বাসিন্দারা জানান হাতির মৃত্যু স্বাভাবিক নয় , এটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে ।
ঘটনাস্থলে বন দপ্তরের প্রাণী চিকিৎসক পৌঁছেছে ।
ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে | এদিন হাতির মৃতদেহ দেখতে এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *