November 23, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Electric : বিদ্যুৎ পরিসেবা সচল রেখেই বিদ্যুতের তার সরানোর কাজ হবে

শিলিগুড়ি , ১৬ ডিসেম্বর : শহরে বিদ্যুৎ পরিসেবা সচল রেখেই ভূগর্ভস্থ পরিসেবা চালু করা হবে জানালেন পুরনিগমের মেয়র গৌতম দেব ।
ইতিমধ্যে শহরের মাথার উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তার গুলিকে সরিয়ে তাকে ভূগর্ভস্থ নেওয়ার লক্ষ্যে এগোচ্ছে পুরনিগম ।

রাজ্যের বিদ্যুৎ বন্টন দপ্তর ও পুরনিগম এ নিয়ে ধাপে ধাপে বৈঠক সেরেছেন । শনিবারও বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে বৈঠক সারেন মেয়র গৌতম দেব । বৈঠক শেষে মেয়র জানান , শহরের সৌন্দার্যায়ন ও দুর্ঘটনা রুখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে । প্রথম পর্যায়ে মোট ১৭ টি ওয়ার্ডে এই ভূগর্ভস্থ কেবল পরিশেবা চালু হবে।তবে এই পরিসেবা চালু করতে হলে সর্ব প্রথম শহরে থাকা বিদ্যুৎ খুঁটি গুলিকে সরিয়ে ফেলতে হবে । বিদ্যুৎ পরিসেবা স্বাভাবিক রেখে করা যায় সেই ভাবনা নিয়েই এগোচ্ছেন বলেই জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *