Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Election : ‘স্বাধীনতা বজায় রাখতে হলে বিজেপিকে বিসর্জন’ কোচবিহার থেকে বললেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গ রাজনীতি

Election : ‘স্বাধীনতা বজায় রাখতে হলে বিজেপিকে বিসর্জন’ কোচবিহার থেকে বললেন মুখ্যমন্ত্রী

 কোচবিহার , ১৫ এপ্রিল : কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী জগদীশ রায় বসুনিয়ার সমর্থনে মুখ্যমন্ত্রীর সভা । এদিন সভা মঞ্চের পাশেই আচার্য ব্রজেন্দ্র নাথ শীল মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে তিনি নামেন । মঞ্চে উঠেই তিনি বলেন , কোচবিহারের গর্জন , বিজেপির বিসর্জন। নিজেদের স্বাধীনতা যদি বজায় রাখতে চান , তবে বিজেপি কে বিসর্জন করে দেন । 
গতকাল অভিষেকের হেলিকপ্টারে আয়কর দপ্তর হানা দিয়েছে , এটা বিজেপি করিয়েছে । ওরা আসে সেনাবাহিনীর হেলিকপ্টারে ,ওই হেলিকপ্টারে কেন আয়কর দপ্তর হানা দেয় না । নাম না করে এদিনও মঞ্চে, কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিককে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 
তিনি বলেন , এখন কচি মিনিস্টার নিশীথ প্রামাণিক । একটা ডাকাত । সব সময় গুন্ডাদের নিয়ে ঘোরাফেরা করে । তিনি আরও বলেন , আপনাদের এই বাবু , যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমার দল থেকে তাড়িয়ে দিয়েছি । 
 এদিন সভামঞ্চ থেকে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে ও তীব্র নিশানা করেন , মুখ্যমন্ত্রী । বলেন , আমি কাজ করে যাই, আর প্রধানমন্ত্রী শুধু ছবি তুলে ঘুরে বেড়ান । 
এদিন কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা মঞ্চে সভা মঞ্চে



 কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির নেতাও ছিলেন । কারন , এই পার্টি তৃণমূল কংগ্রেস কে সমর্থন জানিয়েছে । এদিন সভা প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কামতাপুর প্রগ্রেসিভ পার্টির ও দলীয় পতাকা ও ছিলো ।।
       এদিন গ্রেটার নেতা বংশী বদন বর্মনকে সামনে রেখে গ্রেটার পন্থীদের কাছেও ভোট প্রার্থনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী তার সময়ে যে সব উন্নয়ন হয়েছে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার সহ রাজ্য জুড়ে তার খতিয়ান ও তুলে ধরেন । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version