শিলিগুড়ি , ১০ জুলাই : ক্রিকেট খেলা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ , গ্রেপ্তার মোট আট |
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিলিগুড়িতে চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয় । রবিবারের এক মারধরের ঘটনার জেরে বুধবার টিকিয়াপাড়া ও বাগরাকোর্ট এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। ভাঙচুর করা হয় বাড়িঘর , দোকানপাট ও একাধিক যানবাহন । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে , পুলিশকে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।
সূত্রের খবর , রবিবার একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন এক যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে বুধবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় । এলাকা জুড়ে চলে ইটবৃষ্টি , বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন । উত্তেজনা ছড়ায় সমস্ত এলাকায় ।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী। বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয় । বেশ কয়েক ঘণ্টা ধরে চলে পুলিশের অভিযান । অবশেষে পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে আসে ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ বুধবার রাতেই বাগরাকোর্ট ও টিকিয়াপাড়া এলাকা থেকে মোট ৮ জনকে গ্রেপ্তার করে ।
ধৃতরা হল পাপ্পু পাসোয়ান , গোবিন্দ দাস , টিটন ঘোষ , জাহিরুল ইসলাম , অমর ভগত , মহম্মদ আমন , মহম্মদ ফিরোজ এবং প্রেম পাসোয়ান।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয় । পুলিশ জানিয়েছে , অশান্তির সঙ্গে যুক্ত আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে । এলাকা এখনও থমথমে , মোতায়েন রয়েছে পুলিশ |