শিলিগুড়ি , ৬ সেপ্টেম্বর : গতবারের মতো এবছরও শহরে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল । আগামী ৪ অক্টোবর শিলিগুড়ির হিলকার্ট রোডে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে । সন্ধ্যা ছ’টা থেকে শুরু হবে উৎসব ।
শনিবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে এই নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে উপস্থিত ছিলেন শহরের একাধিক পুজো উদ্যোক্তা, মহিলা পরিচালিত পুজো কমিটি ও ক্লাবের সদস্যরা । এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, গতবারের মতো এ বছরও কার্নিভালে ১২ থেকে ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে। এর মধ্যে কিছু পুরনো ক্লাব ছাড়াও নতুন ক্লাবও যুক্ত হয়েছে । ইতিমধ্যেই নয়টি ক্লাব নিজেদের নাম নথিভুক্ত করেছে ।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে , তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় কার্নিভাল এর আয়োজন করা হবে । ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে । যদিও উদ্যোক্তাদের বিপুল খরচ হয় এই কার্নিভালে, তাই খানিকটা সাহায্য করবে পুরনিগম , তবে সম্পূর্ণ ব্যয়ভার নেওয়া সম্ভব নয়।
মেয়র আরও জানান, গতবারের মতো এ বারও জাঁকজমকভাবে আয়োজন করা হবে কার্নিভাল । শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে তৈরি করা হবে মূল মঞ্চ । খুব শীঘ্রই কার্নিভালে কী কী বিশেষ চমক থাকছে , তাও জানানো হবে ।
উত্তরবঙ্গ
বিনোদন
Durgapuja : দুর্গাপুজো কার্নিভাল হতে চলেছে আগামী ৪ অক্টোবর
- by Soumi Chakraborty
- September 6, 2025
- 0 Comments
- Less than a minute
- 243 Views
- 13 hours ago
