শিলিগুড়ি , ১২ মার্চ : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রিকেট ম্যাচ দেখানোকে কেন্দ্র করে শোকজ করা হয় এক ছাত্রকে । তার বিরোধিতা করে মেডিকেল কলেজের ডিনকে ঘিরে বিক্ষোভ দেখালো অন্যান্য ছাত্র-ছাত্রীরা ।
চলতি মাসের ৯ তারিখে হাসপাতাল দপ্তরের লেকচার থিয়েটার ৪০০ তে ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখানো হয় । অভিযোগ ওই কলেজের ছাত্র ডাক্তার সানি মান্নাকে একটি শোকজ চিঠি পাঠানো হয়েছে | যেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে কার অনুমতিতে সে ওই থিয়েটারটি খুলিয়েছে ।
অন্যদিকে ছাত্রছাত্রী সহ সানির বক্তব্য এই খেলার দেখানোর জন্য ৭ তারিখে ডিনকে একটি চিঠি দেওয়া হয়েছিল | তবে তার উত্তর না পেয়ে প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয় । পরবর্তীতে প্রিন্সিপাল ফোনের মাধ্যমে ওই থিয়েটারে খেলা দেখানোর অনুমতি দেয় । তবে কেন তার পরেও সানিকে শোকজ করা হল এই নিয়েই প্রশ্ন তুলছে ছাত্রছাত্রীরা।
বুধবার দুপুর থেকে ডিনকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা ।