December 3, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Demand : প্রোগ্রাম ম্যানেজারের বদলির দাবিতে বিক্ষোভ

শিলিগুড়ি , ২৯ এপ্রিল : পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০ এর প্রোগ্রাম ম্যানেজারের বদলি ও অবসরেরব দাবিতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ প্রদর্শন করল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী (কন্ট্রাক্টচুয়াল) ইউনিয়ন । এই দাবি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদকে স্বারকলিপি প্রদান করেন তারা।

সংগঠনের পক্ষ থেকে জয় লোধ বলেন , চলতি মাসের ২৪ তারিখ পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০ এর এক আশা কর্মীর সঙ্গে প্রোগ্রাম ম্যানেজার ডঃ আবু হেনা দুর্ব্যবহার করে বলে অভিযোগ । তার সমস্ত ইনসেন্টিভ কেটে দেওয়া হয় বলেও তার অভিযোগ ।

এমনি ওই আশা কর্মীর দিকে তেড়ে যান প্রোগ্রাম ম্যানেজার বলে অভিযোগ । এই ঘটনায় অবিলম্বে তার বদলি ও এ ধরণের কাজের থেকে তাকে অবসর দেওয়ার দাবিতে এই বিক্ষোভ বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *