শিলিগুড়ি , ২১ জুলাই : পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে অশান্তির অভিযোগ তুলে রাজ্যের পাশাপাশি শিলিগুড়ির মাটিগাড়া বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি । বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিধায়ক আনন্দময় বর্মন ।
পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে অশান্তি ও হিংসার ঘটনার অভিযোগ তুলে গোটা রাজ্য জুড়ে বিজেপির তরফে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় । তবে বিজেপির ঘেরাও কর্মসূচির আগে BDO কার্যালয়ের ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় ।
প্রশাসনের এই ১৪৪ ধারাকে উপেক্ষা করেই এদিন বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে বিডিও কার্যালয়ের দিকে এগোতে থাকলে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। এতেই পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও কার্যালয়ের দিকে এগোলে বিডিও অফিসের প্রধান গেটে বিক্ষোভকারীদের আটকে দেয় । পরে বিজেপির একটি প্রতিনিধি দল তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয় মাটিগাড়ার BDO শ্রীবাস বিশ্বাসকে।