Khabar Samay Bangla Blog ঘটনা Demand : শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনাছে রহস্য , সঠিক তদন্তের দাবি
ঘটনা

Demand : শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনাছে রহস্য , সঠিক তদন্তের দাবি

শিলিগুড়ি , ৫ ডিসেম্বর : ফারাবাড়ি প্রাইমারি স্কুলের ভেতর থেকেই শিক্ষকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য |পরিবারের অভিযোগ স্কুল শিক্ষককে খুন করা হয়েছে । ঘটনার সঠিক তদন্তের দাবিতে মেয়র গৌতম দেবের সাথে দেখা করলেন পরিবারের সদস্যরা।

গত ৩ তারিখ ফারাবাড়ি প্রাইমারি স্কুলের শিক্ষক সৌরভ কুমার রায় প্রতিদিনের মতো স্কুলে যান । তবে দুপুর ২ টার পর থেকে পরিবারের পক্ষ থেকে বহুবার সৌরভ বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনেপায়নি পরিবারের সদস্যরা । অনবরত ফোন রিং হয়ে গেলে ও ফোন রিসিভ করে না সৌরভ বাবু। অবশেষে বিকেল ৪ টা নাগাদ পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ফারাবাড়ি প্রাইমারি স্কুলের টিচার্স ইনচার্জ সুবল রায় এর সাথে ।

পরিবারের বক্তব্য ওই স্কুলের টিচার্স ইনচার্জ তাদের জানিয়েছেন দুপুর ১:৩০ টা নাগাদ স্কুল থেকে বেরিয়ে গিয়েছেন স্কুল -শিক্ষক সৌরভ কুমার রায় । এদিকে তখনও পরিবারের পক্ষ থেকে স্কুল শিক্ষক সৌরভ কুমার রায়কে অনবরত ফোন করা হলেও ফোন রিসিভ করেন না সৌরভ কুমার রায় । এদিকে ঘড়িতে প্রায় রাত ৮ টা তখনও বাড়ি ফেরেনি সৌরভবাবু । অবশেষে এলাকার কাউন্সিলরের সাহায্য নিয়ে আশিঘর ফাঁড়িতে যায় স্কুল শিক্ষক সৌরভ কুমার রায়ের পরিবার । পরিবারের বক্তব্য সমস্ত ঘটনা শুনে আশিঘর ফাঁড়ির পুলিশ ট্র্যাক করে স্কুল শিক্ষক সৌরভ কুমার রায়ের ফোন। পরিবারের বক্তব্য পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে সৌরভ বাবুর ফোনের লাস্ট লোকেশন শো করছে নেপাল পানিট্যাংকি বর্ডার সংলগ্ন এলাকায়। অবশেষে হন্তদন্ত হয়ে খোঁজার পরেও সৌরভ বাবুর কোন খোঁজ না পেলে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় লিখিত অভিযোগ জানানো হবে আমবাড়ি ফাঁড়ি পুলিশের কাছে । ঘড়িতে তখন রাত ১১:০০ টা সৌরভ বাবুর পরিবারের লোকজন রওনা হয় আমবাড়ি ফাঁড়ির উদ্দেশ্যে । পরিবারের অভিযোগ সেই সময় নাকি তাদেরকে আবার ফোন করে ফারাবাড়ি প্রাইমারি স্কুল টিচার্স ইনচার্জ সুবল রায় ।

ফোন করে সৌরভ বাবুর পরিবারকে জানান তাড়াতাড়ি যেন তারা স্কুলে পৌঁছায় , স্কুলের দোতলায় একটি রুম ভেতর থেকে বন্ধ রয়েছে । তারা আসার পরেই সেই রুম খুলে দেখা হবে। হন্তদন্ত হয়ে স্কুল শিক্ষক সৌরভ কুমার রায়ের পরিবার পৌঁছায় ফারাবাড়ি প্রাইমারি স্কুলে । সেখানে পৌঁছেই তারা দেখতে পায় দোতলার সেই রুমেই ঝুলন্ত অবস্থায় রয়েছে স্কুল শিক্ষক সৌরভ বাবুর দেহ ।

স্কুল শিক্ষক সৌরভ কুমার রায়ের পরিবারের অভিযোগ স্কুল টিচার্স ইনচার্জের কথা মত দোতলার সেই রুমটি ভেতর থেকে বন্ধ ছিল না। তাদের আরো অভিযোগ স্কুল টিচার্স ইনচার্জের দুপুর ১:৩০ টাই জানিয়েছিলেন সৌরভবাবু স্কুল থেকে বেরিয়ে গিয়েছে। তাহলে রাত ১১ টায় আবার অন্য কথা কেন বললেন তিনি । আরও বেশ কিছু অভিযোগ রয়েছে সৌরভ বাবুর পরিবারে।

প্রাইমারি স্কুল শিক্ষক সৌরভ কুমার রায়ের পরিবারের পক্ষ থেকে স্কুল টিচার ইনচার্জ এর সহ সহকর্মীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে | যদিও ফারাবাড়ি স্কুল টিচার ইনচার্জ সুবল রায় এই অভিযোগগুলি ভিত্তিহীন বলেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে ।

এই বিষয়ে পুলিশ প্রশাসন যেন সঠিক ভূমিকা গ্রহণ করে , তদন্ত যেন সঠিকভাবে হয়। এই দাবি নিয়েই আজ মৃত স্কুল শিক্ষক সৌরভ কুমার রায়ের পরিবার এসে পৌঁছায় শহরের মেয়র গৌতম দেবের কাছে । পরিবারের বক্তব্য , মেয়র গৌতম দেবে সমস্ত কথা শুনে , সাথে সাথেই তাদের সামনেই ফোন করে কথা বলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে | বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন দ্রুত গতিতে সঠিক তদন্ত প্রক্রিয়া শেষ করে ।
মেয়র গৌতম দেবের সাথে দেখা করার পর আশাবাদী মৃত স্কুল শিক্ষক সৌরভ কুমার রায়ের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version