শিলিগুড়ি , ১৭ মার্চ : উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে গত ১২ মার্চ শোকজ করার প্রতিবাদ জানাতে ম্যাডিকেল কলেজের ডিন অনুপম নাথ গুপ্তার সঙ্গে কথা বলতে গেলে অপর পড়ুয়ারা ওই শোকজ হওয়া ছাত্র সহ আরও বেশ কয়েকজনকে মারধর করে । ঘটনায় আহত হন বেশ কয়েকজন পড়ুয়া । দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে তুমুল উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।
শোকজ হওয়া ছাত্রদের অভিযোগ এই বিষয়ে ডিন তাদের কোন কথা শুনতে চাননি । যদিও অপর পক্ষের ছাত্রদের অভিযোগ ছিল এরা কলেজে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ।
আর এই থ্রেট কালচারে যুক্ত অভিযুক্ত পড়ুয়ারাই সোমবার উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহার সঙ্গে দেখা করেন | ডিনের অপসারন চেয়ে স্মারকলিপি দেন। পাশাপাশি ১২ তারিখের ঘটনার পূর্নাঙ্গ তদন্তেরও দাবি করেন তারা । ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে প্রিন্সিপাল জানান সমস্ত ঘটনার তদন্ত হবে ।