March 31, 2025
Sevoke Road, Siliguri
রাজনীতি

DYFI : উত্তরকন্যা অভিযান DYFI এর

শিলিগুড়ি , ২৬ মার্চ : আগামী ২৮ মার্চ বেকার বিরোধী দিবস কে সামনে রেখে উত্তরকন্যা অভিযান করতে চলেছে ডিওয়াইএফআই । পুলিশ অনুমতি না দিলেও উত্তরকন্যায় গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে ডিওয়াইএফআই । বুধবার শিলিগুড়িতে জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানান ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি ।


রাজ্যে বেকারদের জেলা ভিত্তিক শূন্য পদে চাকরি দেওয়া , প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি বন্ধ চা বাগান খোলা , পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা , রাজ্যে নারীদের নিরাপত্তার সহ একাধিক দাবিতে ২৮ মার্চ উত্তরকন্যা অভিযান করবে ডিওয়াইএফআই । ওই দিন উত্তরবঙ্গের আট জেলার কর্মী সমর্থকরা অভিযানে সামিল হবেন বলে আজ তিনি সাংবাদিক বৈঠকে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *